মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের শীল পাড়া আগুণে লেগে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
তথ্য সুত্রে জানা যায় বরুমচড়া ৫নং ওয়ার্ডের পূর্ব শীলপাড়ার ডাঃ মতি লালের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে অনিল শীলের পুত্র লিটন শীল, মহানবাশীর পুত্র হিমাসং শীল, সাধন শীলের পুত্র সাগর শীল, সমীল শীলের পুত্র বিকাশ শীল, শান্তি শীলের পুত্র টিকু শীল ও শকু শীল, কগেন্ধ শীলের পুত্র প্রবাদ শীলের বসতঘর পুড়ে যায়।
এ ব্যাপারে আনোয়ারা ফায়ার সার্ভিস ইনর্চাজ দুলাল কুমার মিত্র জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
এতে আগুনে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দ্রুত আমাদের ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।