মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।করোনাকালীন থেকে এই পর্যন্ত আনোয়ারা উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রায় ১০ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করেন সংস্থাটি।
(৫) নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদের হলরুমে বন্যায় প্লাবিত হওয়া মানুষদের মাঝে তুলে দেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা হাসান মাহমুদ ফয়সাল।
উপকূলীয়বর্তী রায়পুরের ৮ ও ৯নং ওয়ার্ডের বন্যায় প্লাবিত এলাকার প্রায় পাঁচশত হতদরিদ্র পরিবারের মাঝে এই প্রদান করেন তাঁরা।
এতে উপস্থিত ছিলেন, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা হাসান মাহমুদ ফয়সাল, হাফেজ মোঃ আববার,ইউপি সদস্য হাফেজ মোঃ ইসহাক, মোঃ আমির হোসেন মেম্বার,মাস্টার আবু ছালেক মেম্বার, মহিলা ইউপি সদস্যা জাহেদা বেগম প্রমুখ।