আনোয়ারা পরৈকোড়া নয়তারা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

আনোয়ারা প্রতিনিধিঃ
প্রতিবছরের ন্যায় এই বছরও ইংরেজি বছরের প্রথমদিন ১ জানুয়ারী, ২০২০ বই বিতরণ উৎসব পালিত হল দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিলিপ কুমার নন্দী’ সভাপতিত্বে সহকারী শিক্ষক আবদুর রহিম সৈকতের সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় ও পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় হিতৈষী, শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বাবু সুজিত কুমার দাশ, সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী আশরাফ সংক্ষিপ্ত আলোচনায় সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে সামনে আরো ভাল করার তাগিদ দেন।

বিশেষ অতিথির সংক্ষিপ্ত আলোচনায় বাবু সুজিত কুমার দাশ বলেন, ২০২০ মুজিব বর্ষ, প্রতিবছরের ন্যায় এই বছরও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এই ধারা অব্যাহত থাকবে সামনেও। অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু দিলিপ কুমার নন্দী বলেন, বছরের শুরুর দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মাধ্যমে আমরা দ্রুত একাডেমিক কার্যক্রমে প্রবেশ করতে পারি। এই কৃতিত্বের দাবীদার মাননীয় প্রধানমন্ত্রী আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইরফান চৌধুরী।পরে বাবু সুজিত কুমার দাশের সৌজন্যে বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ মোহছেন, শেলী বড়ুয়া, কমল কান্তি দাশ, তুহিন রায় চৌধুরী, সঞ্জয় ভট্টাচার্য্য, হোসাইন ফারুক, মোজাম্মেল হোসাইন, দিল মোহাম্মদ, প্রদীপ মল্লিক, প্রতাপ চক্রবর্তী, শিল্পি বড়ুয়া, বাহাদুর মিয়া, আবদুল নূর, আব্দু শুক্কুর, কাউছার মিয়া, সৌরভ চৌধুরী, সালমা বেগম এবং অফিস সহকারী সামসুল ইসলাম, অফিস স্টাফ গনেশ মালি, উজ্জ্বল দাশ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here