মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলা ২নং বারশত এলাকার পশ্চিমচাল এলাকায় ২ শত পিস ইয়াবাসহ একজনকে আটক করেছেন আনোয়ারা থানা পুলিশের একটি টিম।
গতকাল পশ্চিমচাল গ্রামের কালু মিয়ার বাড়ীর মো: আরিফুল ইসলাম ওরফে জুয়েল(২৫) কে গ্রেফতার করা হয়।
আনোয়ারা থানার উপ-সহকারি পুলিশ পরির্দশক (এএসআই) রেজাউল করিম মামুন জানান গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকা থেকে গোপন সংবাদের দুইশত পিস ইয়াবা উদ্ধার করে একই এলাকার কানু মিয়ার বাড়ির মো. আলীর পুত্র মো: আরিফ ওরফে জুয়েল(২৫) নামের একজন মাদক ব্যবসায়ীককে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে তিমি জানান।
তিনি আরো বলেন আরিফ দীর্ঘদিন ধরে তার বসত ঘরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান,দুইশত শত পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আনোয়ারার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে। এই অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তারকৃতকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।