আনোয়ারায় করোনা পরিস্থিতেও মালিকরা বন্ধ করেনি ইটভাটার শ্রমিকদের কাজ

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
বিশ্বে ছড়িয়ে প্রাণঘাতী করোনা (কোভিট ১৯) ভাইরাসের আতংক পরিস্থিতেও আনোয়ারা উপজেলার কয়েকটি ইটভাটায় কয়েকশো শ্রমিককে অনিরাপদে কাজ করতে দেখা যাচ্ছে।

আনোয়ারা উপজেলার পশ্চিম বটতলী ইউনিয়নে কে,বি ডাব্লিউ এবং এম,বি,এম নামের দুটি ইটভাটায় দেড় শতাধিক শ্রমিককে অনিরাপদে কাজ করাচ্ছেন ইটভাটার মালিকরা।

সরেজমিনে দেখা যায় এই দুটি ইটভাটাতে বিভিন্ন জেলার শ্রমিকরা মাঝিদের পাওনা টাকা দিতে না পারার বিনিময়ে ও মালিকের টাকা পরিশোধের ভয়ে জীবনের ঝুঁকির কথা জানার পরেও তারা প্রশাসনের কোন পদক্ষেপ না পাওয়ায় কাজ করতে বাধ্য হয়েছেন বলে জানান শ্রমিকরা।

ইটভাটার মালিক এবং মাঝিরা টাকা নিয়ে নিজের বাড়িতে নিরাপদে আছেন এবং কারো মুখে কোন প্রকার মাস্ক ও হ্যান্ড গ্লাবস নেই বলেও জানান শ্রমিকরা।

এতে বিভিন্ন ভ্যান গাড়ি ও মিনি গাড়ী করে ইটভাটা থেকে ইট বিক্রি করতেও দেখা যায়।

উক্ত দুই ইটভাটার ম্যানেজারের কাছে জানতে চাইলে তারা বলেন,আমরা মাঝিদের আগে টাকা দিয়েছি তাই কাজ করাতে বাধ্য হয়েছি। তাদের সাথে শ্রমিকদের কোন সম্পর্ক নেই বলেও জানান তারা।এই মুহুর্তে করোনা পরিস্থিতে সরকার কতৃক নিষেধাজ্ঞা অনুযায়ী সবাইকে নিরাপদে ঘরে থাকার কথা জানতে চাইলে তারা কোন জবাব দিতে রাজি নয় বলে জানান।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের কাছে জানতে চাইলে,তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here