আনোয়ারা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এমরান হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে শটপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় একটি মাঠে শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেলে সম্পন্ন হয়েছে। এতে শাহ্ বাড়ি ক্রিকেট একাদশ ও শাহ্ আহমদ বাড়ী ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
সংগঠনের আরমান হোসেন সাব্বিরের সভাপতিত্বে ইফতেখার উদ্দিন কাইয়ূমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ নেতা তাহেরুল হোসাইন শাহ্ লিটন, বিশেষ অতিথি আনোয়ারা প্রেসক্লাবের গ্রস্থাগার সম্পাদক ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের আনোয়ারা প্রতিনিধি মো. ইমরান হোসাইন, দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক দিদারুল আলম, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম মনির, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সোহেল, জাহাঙ্গীর আলম প্রমূখ। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী খেলোয়াড়দের মাঝে ট্রপি তুলে দেন।