আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।
গত সোমবার বেলা ১১টায় উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়ি বাজারে এ শাখার উদ্বোধন করা হয়।
অত্র এজেন্ট ব্যাংকিং শাখার উদোক্তা মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন এবি ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল হেড মাহতাবুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ জুবায়ের আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরীসহ আমন্ত্রিত মেহমান ও উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি ফিতা কেটে শাখার উদ্বোধন করেন।