মহিউদ্দীন মনজুর,
আনোয়ারা, চট্টগ্রাম:
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারা উপকূলে বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি প্রবেশ করেছে। পানি বাড়ার কারণে বিভিন্ন জায়গায় বেড়ীবাঁধে ভাঙ্গন দেখা গেছে।
জোয়ারে ক্ষতি হয়েছে ২২টি ঘর।স্থানীয় সূত্র জানায়, ইয়াসের প্রভাবে আনোয়ারা উপকূলে জোয়ারের পানি অস্বাভাবিক বাড়ায় বেড়িবাঁধ টপকে এলাকায় পানি প্রবেশ করেছে। ওইসময় উপকূলের পশ্চিম পাশে বঙ্গোসাগরের বড় বড় ঢেউ সমুদ্রতীরে আছড়ে পড়ছে। পাশাপাশি পূর্বপাশে শঙ্খনদে জোয়ারের পানির উচ্চতা বেড়ে ব্লকের উপরে ডিঙ্গিয়ে এলাকা পানি প্রবেশ করেছে।
২৬ (মে) বুধবার সকাল ১০টায় ছত্তার মাঝিরঘাট ও গলাকাটার ঘাট এলাকায় গিয়ে দেখা যায় বঙ্গোপসাগরের ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধে আঘাত হানে।
এসময় ভাঙ্গতে দেখা যায় মাটির বাঁধ। বেলা সাড়ে ১১টায় ফকিরহাট এলাকায় গিয়ে দেখা যায় জোয়ারের ধাক্কায় বেড়িবাঁধ ভেঙ্গে যাচ্ছিলো।
এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম বলেন, জোয়ারের পানি প্রবেশ করে ঘাটকূল ও এলাকায় ২২টা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পানি প্রবেশ করেছে সরেঙ্গা এলাকায়।
এর বাইরে ফকিরহাট, ছিপাতলী ঘাট, গলাকাটা ঘাট ও ছত্তারমাঝিরঘাট এলাকা দিয়ে বেড়িবাঁধ টপকে পানি প্রবেশ করেছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী অনুপম দাশ বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আপাতত জরুরী সংস্কার করবো।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, আমরা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা দিবো।