সোমবার, আগস্ট ১৮, ২০২৫

আনোয়ারার পাঁচ হাজার অসহায়দের মাঝে ত্রাণ দিচ্ছেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা নিম্নআয়ের হতদরিদ্র অসহায় পাঁচ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আল্লামা খাইর ফাউন্ডেশন।

১৬ (মার্চ) সকালে উপজেলার বটতলী ইউনিয়নের গুচ্ছ গ্রাম আশ্রয় প্রকল্পে প্রাথমিকভাবে দুই’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে জানান তারা।

বিজ্ঞাপন

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তানভির হাসান চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী, আল্লামা খাইর ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ আল্লামা হাসান মাহমুদ ফয়সাল, নির্বাহী সদস্য হাফেজ মোহাম্মদ আবরার সালেহ, ফিল্ড কর্মকর্তা ফরহাদুল ইসলাম প্রমুখ।

সহকারি কমিশনার (ভূমি) তানবির হাসান চৌধুরী বলেন, দেশের করোনা সংক্রমণ রোধে লকডাউন পরিস্থিতিতে নিম্ন আয়ের ও অসহায় মানুষের মাঝে আল্লামা খাইর ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগকে স্বাগত জানান, এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন। গুজবে কান না দেয়ার অনুরোধ করেন, সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে বলেন তিনি।

বিজ্ঞাপন

করোনা ভাইরাস সংক্রমন রোধে ঘরে থাকা নিম্ন আয়ের পরিবারের মধ্যে আল্লাম খাইর ফাউন্ডেশনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবন,আলু ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত