সোমবার, আগস্ট ১৮, ২০২৫

আগামী মাসে কলেরা ক্যাম্পেইন শুরু

আপডেট:

মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফঃ
আগামী মাসের প্রথম সপ্তাহে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের কে ও কলেরা টিকা খাওয়ানো হবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি রোহিঙ্গা ক্যাম্পে কলেরা টিকা খাওয়ানো হবে। উখিয়া – টেকনাফে এই কলেরা টিকা ২ লাখ ২৪ হাজার ৯৫১ জন রোহিঙ্গার পাশাপাশি ক্যাম্পের আশপাশের ১ লাখ ৩ হাজার ৬০৫ জন স্থানীয় জনগোষ্ঠীকেও এই টিকা খাওয়ানো হবে। ক্যাম্পেইন শুরু আগামী ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা খাওয়ানো হবে এই টিকা। শুক্রবার বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মত বিনিময় সভায় এই কথা বলেন।

বিজ্ঞাপন

তথ্য মতে, রোহিঙ্গা ক্যাম্পে ইতোপূর্বে চারটি কলেরা টিকা ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। পঞ্চম রাউন্ড কলেরা টিকা ক্যাম্পেইন বাস্তবায়ন করছে স্বাস্থ্য বিভাগ, ইউনিসেফ ও ডব্লিউ এইচ ও। এই রাউন্ডের কলেরা টিকা খাওয়াতে কাজ করবে ছয় সদস্যের প্রায় ১০০ টি দল। এছাড়া স্থানীয়দের খাওয়াতে কাজ করছে আরও অনেক দল। ক্যাম্পে অবস্থিত স্বাস্থ্য সম্পর্কিত স্থাপনাগুলোতে এ টিকা খাওয়ানো হচ্ছে। টিকার আওতায় এসেছে ২০১৭ সালের পর আসা এক বছরের ওপর বয়সী রোহিঙ্গারা।

এই টিকা ১২ থেকে ২৩ মাসের শিশুদের জন্য একডোজ এবং ক্যাম্প নিকটবর্তী ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগোষ্ঠীকে একডোজ করে টিকা খাওয়ানো হবে। আর আগে যারা দুই ডোজ টিকা পেয়েছে, তাদের আর টিকা দেওয়া হচ্ছে না। এছাড়াও এক বছরের কোনও শিশুকে টিকা খাওয়ানো হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত