আকবরশাহ্ তে পিকআপ চাপায় পোশাককর্মী নিহত
আল আমিন চট্টগ্রাম প্রতিনিধিঃ
রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছে আরও চারজন। শুক্রবার (৯ আগস্ট) সকালে নগরীর আকবর শাহ থানার কালীরহাট এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত পারভীন আক্তার (২৮) সাগরিকা এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার বাসা কালীর হাট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া সাংবাদিকদের জানান, কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিককাপ এসে চাপা দেয় শ্রমিকদের।
এতে পারভীনসহ মোট পাঁচজন চাপা পড়েন জানিয়ে তিনি বলেন, আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করেন।
অন্য চারজনকে হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর চালকসহ পিকাপটি আটক করা হয়েছে বলে জানান আকবরশাহ থানার এসআই কামাল উদ্দিন।