আওলাদে রাসূল সৈয়্যদ সাব্বির শাহ’র ইমামতিতে লক্ষ আশেকের জুমার নামায আদায়

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া:
চট্টগ্রামের জামেয়ার ময়দানে অাওলাদে রাসূল, রাহমায়ে শরীয়ত ও ত্বরিকত,মুর্শিদে বরহক হযরতুল অাল্লামা পীর বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাব্বির শাহ (ম.জি.অা) ইমামতিতে লক্ষ অাশেক জুমার নামায অাদায় করেন।

অাজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট‘র অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের আয়োজিত অনুষ্ঠিতব্য দাওয়াতে খায়ের ইজতেমায় প্রধান মেহমান হিসেবে এ জুমার নামায পড়ান।

জুমার নামাযের অাদায়ের পূর্বে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন,অাওলাদে রাসূল অাল্লামা হাফেজ ক্বারি অাহমদ শাহ (ম.জি.অা)।

এ সময়ে উপস্থিত ছিলেন,পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, জামেয়া অাহমদিয়া সুন্নীয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা অছিয়র রহমান,শেরে মিল্লত মুফতি ওবায়দুল হক নঈমী, উপাধ্যক্ষ ড.লিয়াকত আলী,মুফতি সোলাইমান অানছারী,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা মাওলানা অাবুদুল মান্নান, আনজুমান ট্রাস্ট‘র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম সেক্রেটারী জেনারেল এডভোকেট মোসাহেব উদ্দীন বখতেয়ার, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার), আনজুমান ট্রাস্ট‘র সদস্য এস. শরফুদ্দিন মুহাম্মদ শওকত আলী খাঁন(শাহিন), সদস্য মুহাম্মদ কমরুদ্দিন সবুর, অধ্যাপক জালাল উদ্দীন অাল অাজহারী,এডভোকেট জাহাঙ্গীর আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here