আইআইইউসিতে সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের ঘোষণা

নাঈম আহমেদ কপিল,
চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)’তে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড, মিছিল-মিটিং, সভা-সমাবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে’র পক্ষে এ ঘোষনা পাঠ করে শুনান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কর্ণেল মোহাম্মাদ কাশেম পিএসসি (অবসরপ্রাপ্ত)। ওই সম্মেলনে ৮ অক্টোবর ২০১৯ তারিখে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য উল্লেখ করে বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে চাইলে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবে না। মাননীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বরাত দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১৮ এবং ধারা ৩৭ অনুযায়ী বিগত ২২৯ সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী সুষ্ঠ ও সুন্দর পরিবেশ নিশ্চিতকল্পে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আজ হতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে র্যাগিং ও সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড সভা-সমাবেশ, মিছিল-মিটিং, নিষিদ্ধ ঘোষনা করেন।

জানা যায় গত ২৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের আদনানকে শিবির সন্দেহে মারধর করেন ছাত্রলীগ পরিচয়ধারী কয়েক ছাত্র। পরে শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার জেরে ২৯ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করে। পরে অদ্ভুদ পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here