নিজস্ব সংবাদদাতা,
অপহরণের নয় দিন পর চট্টগ্রামের পাহাড়তলী থেকে শিশু আবিদা সুলতানা আয়নীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মোহাম্মদ রুবেল নামের স্থানীয় এক তরকারি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) ভোরে কাজীরদিঘী তারারপুকুর পাড় থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রো বিপিআই পুলিশ সুপার নাইমা সুলতানা জানিয়েছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যায় ব্যবহার করা কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে আবিদা সুলতানা আয়নীকে অপহরণ করার অভিযোগে শিশুটির মা মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।