মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

অদুল-অনিতা ট্রাষ্ট-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অমি দাশ

আপডেট:

সুবর্ণ দীপ্ত দাশ,
চট্টগ্রামের পটিয়াতে ৪১০ পরিবার অসহায় হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন অদুল-অনিতা ট্রাষ্ট। বিশিষ্ট শিল্পপতি ও প্রবাসী ব্যবসায়ী শ্রীমান অদুল কান্তি চৌধুরী এবং উনার স্ত্রী শ্রীমতী অনিতা চৌধুরী অদুল-অনিতা ট্রাস্টের উদ্যোগে পটিয়ার বিভিন্ন উপজেলা, পৌরসভায় কালকে থেকে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হবে।

এতে পটিয়ায় সকল সনাতনী ভাই বোনদের কে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়েছেন। ইতমধ্যে চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রামের ত্রিপুরা পল্লীর অসহায় হাজার হাজার হিন্দুদেরকে ত্রান বিতরণ করেছেন তাঁরা আরো জানান আরো অনেক জায়গা এই ত্রাণ বিতরণ কার্যক্রম চালাবেন ।

বিজ্ঞাপন

অদুল-অনিতা ট্রাস্টের এই মহত উদ্যোগকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীমান অমি দাশ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত